রুয়েল আহাম্মেদ রুবেল, মাধবপুর থেকেঃ
বাংলাদেশ কৃষকলীগকে তৃণমূল পর্যায়ে সু-সংগঠিত, কৃষক বান্ধব ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলার লক্ষে কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে হবিগঞ্জ’র মাধবপুর উপজেলার ৯নং নোয়াপাড়া ইউনিয়নের কৃষকলীগের ওয়ার্ড কমিটি গঠন এবং বিশেষ বর্ধিত সভা অনুষ্টিত হয়।
শুক্রবার (১৮ই সেপ্টেম্বর) বিকাল ৫টায় নোয়াপাড়া ইউনিয়নের কৃষকলীগের অস্থায়ী কার্যলয়ে নোয়াপাড়া ইউ/পি কৃষকলীগের সভাপতি মোঃ রুবেল আহামেদ এর সভাপতিত্বে এ সভা অনুষ্টিত হয়। অনুষ্টান সঞ্চালনার দায়িত্বে ছিলেন নোয়াপাড়া ইউ/পি’র কৃষকলীগের সাধারণ সম্পাদক মিঠুন কৈরী (নিলয়)।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং নোয়াপাড়া ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান খোকন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের আহ্বায়ক মোঃ জামাল উদ্দিন, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক শেখ মোজাম্মেল আনসারী, আব্দুল সালম, শফিউল্লাহ মানিক, রুকন আহাম্মেদ, কাউছার আহামেদ সুহন, সৌরভ বনিক,তামিন আহামেদ সহ উপজেলা,ইউ/পি কৃষকলীগ আওয়ামীলীগের আরো অনেক নেতাকর্মী।
সভা শেষে নোয়াপাড়া কৃষকলীগ শাখার মাধ্যমে উপজেলা কৃষকলীগের আহ্বায়ক মোঃ জামাল উদ্দিন এবং ইউ/পি আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুল মান্নান খোকনকে সম্মাননা স্মারক ক্রেস প্রদান করা হয়। এর সাথে ৯নং নোয়াপাড়া ইউনিয়নের ওয়ার্ড কমিটি গঠন করা হয়।