এস এইচ টিটু : শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং-শাহজীবাজরের পুরাতন সড়কটির বিভিন্নস্থানে পিচ ও পাথর উঠে গিয়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে চরম ঝুঁকি নিয়েই চলাচল করছে মানুষজন। সড়ক তো নয় যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে।
সরজমিনে দেখা যায়, সুতাং-শাহজীবাজর সড়কের বিভিন্ন স্থানে সড়কটির পিচ এবং পাথর ওঠে গেছে। সৃষ্টি হয়েছে ছােট-বড় গর্তের। অল্প বৃষ্টিতে গর্তে পানি জমে। এতে যানবাহন এবং স্থানীয় পথচারীদের দুর্ভোগ পােহাতে হয়। প্রায় সময় ছােট-বড় দুর্ঘটনার কবলে পড়েন পথচারীরা।
এমনকি সড়কটি ঝুঁকিপূর্ণ হওয়ায় পথচারীদের অভিযােগ, এ সড়কটির দিকে কর্তৃপক্ষের নজর নেই। নিম্নমানের সংস্কার কাজের ফলে এ সড়কটির আজ বেহাল। জনগণের দুর্ভোগ যেন কারাে চোখে পড়ে না?