আকিকুর রহমান রুমনঃ- হবিগঞ্জ ডিবি পুলিশের অভিযানে মাধবপুর এলাকা থেকে ১২০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ বি-বাড়িয়া জেলার এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত ইয়াবা ব্যাবসায়ী হলো,বি-বাড়িয়া জেলার আখাউড়া থানার আখাউড়া মালদারপাড়া গ্রামের মৃত তিতু মালদারের পুত্র নজরুল মালদার(৪৭)।
ডিবি পুলিশ সূত্রে জানাযায়,২৯ সেপ্টেম্ভর মঙ্গলবার গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে হবিগঞ্জ ডিবির ওসি মানিকুল ইসলামের নির্দেশে এস,আই মোজাম্মেল,এস,আই দেবাশীষ তালুকদারের নেতৃত্বে একদল ডিবি পুলিশ মাধবপুর থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের পূর্বপাশে আল-আমিন ফুড ফেয়ার এন্ড রেস্টুরেন্টের কাছে সন্ধ্যা ৫ টা ৫৫ মিনিটে অভিযান চালিয়ে ইয়াবা ব্যাবসায়ী নজরুলকে ১২০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
পরে গ্রেফতারকৃত নজরুলকে নিয়ে হবিগন্জ ডিবি কার্যালয়ে এসে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয় বলেও জানান তারা।
আজ নজরুলকে আদালতের মাধ্যমে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরন করা হবে।
ডিবি অফিসার ইনচার্জ ওসি মানিকুল ইসলাম ও এস,আই দেবাশীষ তালুকদার জানান,হবিগঞ্জ জেলাকে মাদক মুক্ত করতে তাদের অভিযান অব্যাহত থাকবে এমনকি সমাজের সচেতন নাগরিক বৃন্দের সহযোগীতাও কামনা করেন তারা।
তবেই হবিগঞ্জ জেলাকে মাদক মুক্তসহ অপরাধ মূলক কর্মকান্ড থেকে বাঁচাতে সক্ষম হওয়া যাবে বলেও মনে করেন।