আব্দুর রাজ্জাক রাজুঃ চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নের চোর চক্রের অন্যতম সদস্য মিজান(২৮) কে পুলিশ আটক করেছে।
সে চাটপাড়া গ্রামের অমৃত মিয়ার পুত্র। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় এসআই মুসলিমম-সহ একদল পুলিশ গাজীগঞ্জ বাজার থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায়। শনিবার গাছ চুরির মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়।
এদিকে এলাকাবাসী জানান,মিজান খারাপ চরিত্রের লোক।সে বহুদিন আগ থেকেই গাছ চুরিসহ এলাকায় বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছে।তাঁরা আরো জানান,ওই এলাকার কিছু মাতবরের ছত্রছায়ায় মিজান বিভিন্ন অপরাধ সংঘটিত করে যাচ্ছে।
উল্লেখ্য, গত বুধবার দিবাগত ভোর রাতে খোয়াই নদীর বেরী বাঁধ থেকে কয়েকটি বেলজিয়াম ক্রস গাছ কেটে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হয় পাঁচারগাও গ্রামের তামশা মিয়ার ছেলে আলমগীরসহ দুই চোর।তাদের স্বীকারোক্তি অনুযায়ী মিজান কে আটক করা হয়।