আলমগীর কবির, মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জ মাধবপুরে উপজেলার শাহজাহানপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে আজ রবিবার ( ০৪ অক্টোবর) চেয়ারম্যান পদে প্রার্থীদের প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিংঅফিসার মোঃ মনিরুজ্জামান মিঞা জানান, আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে এ ইউনিয়নে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের,বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীসহ ৩ জন প্রতিদন্ধিতা করছেন।
প্রতিদন্ধি প্রার্থীরা হলেন, মোঃ বাবুল হোসেন খান ( নৌকা), পারভেজ আলম চৌধুরী (ধানের শীষ) স্বতন্ত্র প্রার্থী মোঃ আলফাজ মিয়া ( অটো রিস্কা) ।
উল্লেখ্য শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিকুল আলম চৌধুরী গত ২৯জুলাই করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে এ পদটি শূন্য হয়ে যায়। গত সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে শূন্য পদের উপ-নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
উপ নির্বাচনের তফসিল অনুযায়ী, আগামী ২০ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ইউনিয়নে ৯টি ভোট কেন্দ্রের মোট ভোটার ২৪হাজার ৬শ’ ৪৭জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৩শ’ ৪০জন ও মহিলা ভোটার ১১হাজার ৩শ’ ৭জন।