নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের মাধবপুরে গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় মাসুম মিয়া (২৭) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী।
সোমবার ভোর রাতে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের পিয়াইম গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মাসুম মিয়া উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মোড়াপাড়া গ্রামের আবুল কাশেম বক্কর এর পুত্র।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন জানান, সোমবার রাতে ওই গ্রামের মতিউর রহমানের ঘর থেকে একদল চোর গরু চুরি করে। এ সময় গৃহকর্তার স্ত্রী টের পেয়ে সুর চিৎকার শুরু করলে গ্রামবাসী ধাওয়া করে মাসুম মিয়াকে আটক করে গণ পিটুনি দিয়ে গুরুতর আহত করে।
খবর পেয়ে ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।
পরে গুরুতর অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন ।
এ ব্যাপারে মাধবপুর থানায় রাতে ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩/৪ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।