নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড রুম শাখায় বিশেষ অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান।
এসময় সরকারি নির্দেশ অমান্য করে রেকর্ড রুম শাখায় অনুপ্রবেশের দায়ে বাচ্চু মিয়া (৪৮) নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদন্ড প্রদান করা হয়।
সোমবার রাত ৮টায় জেলা প্রশাসক মো. কামরুল হাসান এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে রেকর্ড রুম শাখায় অনুপ্রবেশের দায়ে বাচ্চু মিয়াকে আটক করা হয়।
পরে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। দালালমুক্ত হবিগঞ্জ গড়তে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন।