রুয়েল আহাম্মেদ রুবেল,মাধবপুর : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৫নং আন্দিউড়া ইউনিয়নের আন্দিউড়া গ্রামে বাবার সহযোগীতায় দেশীজাতের শসা চাষ করে অনেক অর্থ উপার্জন করছে কলেজে পড়ুয়া ছাত্র পাভেল খাঁন।
পাভেল খাঁন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৩য় বর্ষের একজন ছাত্র। করোনার জন্য সবকিছু বন্ধ থাকায় বাবা হামিদ খাঁনের সাথে মিলে শসা চাষ করার সিদ্ধান্ত নেয়। যা থেকে পারিবারীক চাহিদা মিঠিয়ে ও বাজারে বিক্রি করে অনেক টাকা উপার্জন করে।
পাভেল খাঁন দৈনিক শায়েস্তাগঞ্জ কে জানান এমনিতে আমি সারাদিন বাড়িতে বসেই থাকি তাই বাবার অনুপ্রেরণায় এবং বাবার সহযোগীতা নিয়ে শসা চাষের সিদ্ধান্ত নেই । আমি এবং বাবা মিলে আমাদের পরিতেক্ত জমি গুলোতে শসার চাষ শুরু করি। এখন প্রতিদিন আমরা আমাদের জমি থেকে ১৫০/১৬০ কেজি করে শসা পাই । বর্তমানে দেশী জাতীয় শসার চাহিদা অনেক বেশি হওয়ায় আমরা ভাল দামে শসা বিক্রি করতে পারি। যার প্রতি কেজির পাইকারী মূল্য ৬৫ থেকে ৭০ এবং খুচরা মূল্য ৮০ থেকে ৯০ টাকা দরে বিক্রি করতে পারি । আশা করা যাচ্ছে অতিবৃষ্টির জন্য যদি আমাদের এই ক্ষেত নষ্ট না হয় আগামী ২/৩ মাস আমরা শসা বিক্রি করতে পারব। এবং আগামীতে আমরা আরো বেশী করে জমি নিয়ে শসা চাষ করতে পারি।
তার বাবা হাজী মোঃ হামিদ খাঁন বলেন কৃষি কাজ করলে একটু কষ্ট হয় ই। যে কোনো কৃষি কাজে প্রথম দিখে কষ্ট হলেও পরে শুধু ফল ভোগ করা। আমাদের শসা ক্ষেতে প্রথম দিকে আমরা একটু কষ্ট করি। বর্তমানে আমরা অধিক পরিমানে শসা পেরে নিতে পারি। আগামীতে আরো বেশি করে জমি নিয়ে শসা চাষের আশা করছি।