আলমগীর কবির,মাধবপুর প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে বিআরডিবি অফিস কর্তৃক বাস্তবায়িত অপ্রধান শস্য উৎপাদন প্রকল্পের দরিদ্র বিমোচনের লক্ষ্যে পুষ্টি সমৃদ্ধ উচ্চ মূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণ কর্মসূচির মাধ্যমে ৮০ জন কৃষকের মাঝে বিনামুল্যে বীজ ও গাছের চারা বিতরন করা হয়।
৮ অক্টোবর বৃহস্পতিবার সকালে পাইলট উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ বিতরন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার, জনাব তাসনুভা নাসতারান,ও আরো উপস্থিত ছিলেন উপ প্রকল্প পরিচালক জনাব এ এইচ এম সাইফুর রহমান, অপ্রধান শস্য বিশেষজ্ঞ জনাব শাহরিয়ার আলম ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার জনাব এম এ ফয়সাল চৌধুরী প্রমুখ।