নিজস্ব প্রতিবেদকঃ প্রতিদিন ডিম খাই, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই এই স্লোগানে শায়েস্তাগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে বিশ্ব ডিম দিবস ২০২০ পালন করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে উপজেলা হলরুমে শায়েস্তাগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোঃ মিনহাজুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান ও
মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার।
বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রমা পদ দে। এছাড়াও বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তাবৃন্দ।