চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার (২নং ওয়ার্ড) বড়াইল গ্রামে ডা. কালিপদ আচার্য’র বাসভবনে ৫দিন ব্যাপী অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব।
আগামী ২২ অক্টোবর বৃহস্পতিবার হইতে ২৬ অক্টোবর সোমবার পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হবে এ দুর্গোৎসব।
ডা. কালিপদ আচার্য বলেন, পুজায় প্রতিদিনই চণ্ডীপাঠ, নাম সংকীর্ত্তন, সন্ধ্যায় – সন্ধ্যারতি ও প্রতিদিনই মহাপ্রসাদের ব্যবস্থা রয়েছে।
তিনি আরও বলেন, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে এবছর জাঁকজমকপূর্ণ না করে নিয়ম রক্ষার্থে এ পূজোর আয়োজন করা হয়েছে।