আলমগীর কবির, মাধবপুর প্রতিনিধি :“প্রতিদিনই ডিম খাই, রোগপ্রতিরোধের ক্ষমতা বাড়াই” এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার (০৯ অক্টোবর) সকালে মাধবপুর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের আয়োজনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
নিজ কার্যালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মজিবুর রহমান। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভেটেনারি সার্জন ডা. মিলন মিয়া,ডা. মোঃ মাজহারুল ইসলাম, জনাব আবুল কাশেম, হাবিবুর রহমান প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মজিবুর রহমান বলেন, প্রতিদিন একটি করে ডিম খেলে শরীরের পুষ্টি ঘাটটি পূরণ হবে। এতে আপনি সুস্থ থাকতে পারবেন। এ ছাড়া শরীরকে সুস্থ রাখার জন্য ডিম খাওয়া জরুরি। এ ছাড়া ডিম শিশুদের শরীরের প্রোটিনের ঘাটতি পূরণে সহায়ক ভূমিকা পালন করে থাকেন।