রুয়েল আহাম্মেদ রুবেল,মাধবপুর : হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ৫নং আন্দিউড়া ইউনিয়ন পরিষদের সুলতানপুর গ্রামে শ্মশান নির্মান কাজের শুভ উদ্বোধন করেন ইউ/পি চেয়ারমান জনাব মোস্তাক আহাম্মেদ খান হেলাল।
রোববার (১১’ই অক্টোবর) সকালে কাজের উদ্বোধন শেষে নগদ ৫০ হাজার টাকা সহ একটি নলকূপের খরচ প্রদান করেন। এবং সুলতানপুর থেকে শ্মশানের যাওয়ার রাস্তার সংস্কারের কাজের করার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন সুলতান পুর গ্রামের বিশিষ্ট মুরব্বী বাবু বাবুল সরকার, শৈলেন্দ্র দেব,পল্টু সূত্রধর, প্রদীপ দেব, হরিলাল দেব, মোঃ ফরুক মিয়া, ফিরোজ মিয়া, সহ এলাকার নেতাকর্মী ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চেয়ারম্যান মোস্তাক আহাম্মেদ খান হেলাল তার সংক্ষিপ্ত বক্তব্য বলেন, আন্দিউড়া ইউনিয়নের প্রত্যেকটা মানুষের জন্য আমার জীবন উৎসর্গ করে দেব। তাদের যে কোনো প্রয়োজনে আমি সবসময় পাশে আছি এবং থাকব। এলাকার সকল ভাল কাজে আমি সবসময় আছি এবং থাকব। সবার কাছে দোয়া চেয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।