রুয়েল আহাম্মেদ রুবেল,মাধবপুর : ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার নয়াপাড়া নামক স্থানে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ি চাপায় দেবেন্দ্র দেবনাথ নামে একবৃদ্ধ ঘটনাস্থলে মারা গেছেন।
মঙ্গলবার বিকালে এঘটনা ঘটে। নিহত দেবন্দ্র দেবনাথ উপজেলার ইঠাখোলা গ্রামের মৃত মহেন্দ্র দেবনাথের ছেলে। খবর পেয়ে শায়েস্তাগন্জ হাই ওয়ে থানা পুলিশ লাশ উদ্বার করে ময়না তদন্তরে জন্য নিয়ে গেছে।
মাধবপুর থানার ওসি মোঃ ইকবাল হোসেন সত্যতা নিশ্চত করেছেন। পুলিশ সুত্রে জানা গেছে ওই দিন বিকাল তিনটার দিকে সমর দেবনাথ অসাবধাণতা বসত মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাত গাড়ী বেপরোয়া গতিতে যাওয়ার সময় তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। শায়েস্তাগন্জ হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্বার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছে।তবে গাড়ি ও চালক কে পুলিশ এখন ও সনাক্ত করতে পারেনি।