নিজস্ব প্রতিবেদক : শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং বাজারের ব্যবসা প্রতিষ্ঠান রনি এন্টারপ্রাইজে দিন দুপুরে চুরি সংঘটিত হয়েছে।
আজ শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ১ টায় কে বা কারা চুরি করেছে।
জানা যায়, রনি এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী নুরপুর গ্রামের মো, মকছুদ মিয়া দুপুর সাড়ে বারোটায় দোকান লাগিয়ে জুমার নামাজে যান।
পরে আনুমানিক দুপুর ১ টার সময় তার দোকানের পেছন দিকের গ্রীল ভেংগে চোর দোকানে প্রবেশ করে। মকছুদ মিয়ার ক্যাশের ড্রয়ার ভেংগে নগদ এক লক্ষ আশি হাজার টাকা, বিকাশের ৬০ হাজার টাকা, একুশ হাজার টাকার মোবাইল কার্ড, ও তিনটি এন্ড্রয়েড ফোন চুরি করে নিয়ে যায়। তিনি জুম্মার নামাজ থেকে এসে দেখেন যে তার দোকানের সবকিছু এলোমেলো হয়ে পড়ে আছে।
একই দোকানে গত ১৮ ই আগষ্ট ও আবার ও চুরি হয়েছিল, তখন ও মকছুদ মিয়া শায়েস্তাগঞ্জ থানায় অজ্ঞাত ৪ জনকে আসামী করে লিখিত অভিযোগ করেছিলেন কিন্তু আধো অবধি কাউকে গ্রেপ্তারের করা যায়নি। মাস দেড়েকের ব্যবধানে আবারো চুরি হওয়ায় সুতাং বাজারের ব্যবসায়ীরা উদ্দেগ প্রকাশ করেছেন।
এদিকে চুরির খবর শায়েস্তাগঞ্জ থানায় পৌছালে এস আই মফিদুলের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানায় আবারও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।