চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :‘মুজিববর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এ শ্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যেগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
শনিবার সকালে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি থানা চত্বর থেকে বের হয়ে চুনারুঘাট পৌরশহর প্রদক্ষিণ করে।
র্যালিটি শহর প্রদক্ষিন শেষে চুনারুঘাট থানা চত্বরে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের ও কমিউনিটি পুলিশিংয়ের সভাপতিএডভোকেট আকবর হোসেন জিতু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।
বক্তব্য রাখেন – চুনারুঘাট উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, মেয়র নাজিম উদ্দিন শামছু, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আশরাফ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত সনজু, আলহাজ্ব শামসুজ্জামান শামিম, চুনারুঘাট কমিউনিটি পুলিশিংয়ের সেক্রেটারি প্রনয় পাল, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম।
কমিউনিটি পুলিশিং ডে সভায় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ঈমাম ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। বক্তারা বলেন -সমাজ থেকে মাদক নির্মূল করতে কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের তথ্য দিয়ে থানা পুলিশকে সহযোগীতা করতে হবে।