নিজস্ব প্রতিবেদক : আজমিরীগঞ্জ উপজেলার বিভিন্ন হাওরে পাখি রক্ষায় অভিযান শুরু হয়েছে।
আজ (১১নভেম্বর) বুধবার সকাল ৫ টায় অতিথি পাখি ও পরিযায়ী পাখি রক্ষায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মতিউর রহমান খান এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান খান এর নেতৃত্বে উপজেলার শিবপাশা, বিরাট ও জলসুখার হাওরে অভিযান পরিচালনা করা হয়।
এসময় ম্যাজিস্ট্রেটগণের উপস্থিতি টের পেয়ে পাখি শিকারীরা পালিয়ে গেলেও পাখি ধরার সরঞ্জাম আটক করা হয় এবং ২৬ টি বকপাখি উদ্ধার করা হয়।
আটককৃত সরঞ্জাম ধ্বংস করা হয় এবং উদ্ধারকৃত পাখি হাওরে অবমুক্ত করা হয়। পাখি রক্ষায় প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।