মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় গলা কেটে স্ত্রীকে হত্যার অভিযোগে উঠেছে স্বামীর বিরুদ্ধে।
ঘটনার সাথে জড়িতসন্দেহে নিহতের স্বামী ছিদ্দিক আলীকে আটক করেছে পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) সকালে উপজেলার মীরনগর গ্রামের বাড়ির পাশে একটি ধানক্ষেত থেকে মনোয়ারা বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত মনোয়ারা একই উপজেলার বেজুড়া গ্রামের সোনা মিয়ার মেয়ে।
ঘটনাটির সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন বলেন নিহতের স্বামী ছিদ্দিক আলীকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। তবে জানতে পেরেছি প্রতিবেশীদের সাথে জমি নিয়ে বিরোধ ছিল ছিদ্দিক আলীর । তবে এ ঘটনার সাথে অন্য কেউ জড়িত কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে।
স্বামী ছিদ্দিক আলীর ঘর থেকে একটি ধারালো দা উদ্ধার করা হয়েছে।
মনোয়ারার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।