রুয়েল আহাম্মেদ রুবেল,মাধবপুর : হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ৭নং জগদীশপুর ইউনিয়নের কমিউনিটি সাপোর্ট গ্রুপ (সিএসজি) পশিক্ষণ অনুষ্টিত হয়।
সোমবার (১৬’নভেম্বর) সকাল ১০টায় জগদীশপুর ইউনিয়নের দক্ষিণ বেজুড়া কমিউনিটি ক্লিনিকে ৪০জন সদস্যকে নিয়ে প্রশিক্ষণ শুরু হয়।
কমিউনিটি ক্লিনিকের সেবা দানকারী সুমন চন্দ্র দাস এর সঞ্চালনায় সভাপতিত্ব করেণ মহিলা মেম্বার মালেকা। অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক পিথিস ভট্টাচার্য , দলিল লেখক আব্দুল আজিজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক সেবাদানকারী আলী আজগর বলু, গেদু মিয়া, ইউনূছ আলী, আলাই মিয়া, আলাউদ্দিন মিয়া, জামাল মিয়া, হান্নান মিয়া, সাংবাদিক রুয়েল আহাম্মেদ রুবেল, আল আমিন মিয়া, সালাউদ্দিন সহ আরো অনেকে।
সভাপতি এবং প্রধান অতিথি তাদের সংক্ষিপ্ত বক্তব্য এলাকার সকল মানুষ যেন সঠিক সেবা এবং ঔষধ পায় এ ব্যাপারে কথা বলেন। কমিউনিটি ক্লিনিকের সব ধরণের সরঞ্জাম ব্যবস্থা করার কথা বলেন। সবশেষে কমিউনিটি ক্লিনিকের বিভিন্ন কমিটি গঠন করা হয়।