সৈয়দ সালিক আহমেদ,হবিগঞ্জ: সিলেট বিভাগীয় পরিচালক পরিবার পরিকল্পনা (যুগ্ম সচিব) মোঃ কুতুব উদ্দিন বলেন, কিশোর কিশোরীদেরকে বন্ধুত্ব সুলভ আচরনের মাধ্যমে স্বাস্থ্য সেবা প্রদান করলে আগামীর ভবিষ্যৎ হবে সুন্দর এবং টেকসই উন্নয়ন। কিশোর কিশোরীদেরকে সঠিকভাবে পথ প্রদর্শন ও পরিচালনা করতে না পারলে সমাজে সচেতনতা বৃদ্ধি পাবেনা এবং যুব সমাজ সম্পদে পরিণত করতে পারবনা। তাই তাদের ভবিষ্যৎ এবং দেশের উন্নয়নের লক্ষে কিশোর কিশোরীদের সঠিক কাউন্সিলিং ও সেবা প্রদান নিশ্চিত করতে হবে।
তিনি সোমবার সকালে (১৭ জুলাই) হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল কনফারেন্স রুমে কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যেগে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপপরিচালক পরিবার পরিকল্পনা ডাঃ নাসিমা খানম ইভা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিস্ট্রিক কনসালটেন্ট ডাঃ মোঃ আব্দুর রব মোল্লা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সাহাদাত হোসেন প্রমুখ।