মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি :হবিগঞ্জ মাধবপুরে উপজেলা যুবদল উদ্যোগে, ঢাকায় বাস পুড়ানো মিথ্যা মামলার যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ জেলা যুবদলের সভাপতি মিয়া মোঃ ইলিয়াছকে আসামী করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মাধবপুর উপজেলা যুবদল, মঙ্গলবার সকালে জগদীশপুর নামক স্থানে মহাসড়কে মিছিল করা হয়।
মিছিল শেষে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এতে সভায় বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা যুবদল এর সদ্য সাবেক সভাপতি মোঃ এনায়েত উল্লাহ, জগদীশপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ রায়হান উদ্দিন ফরিদ, সেক্রেটারি মোঃ আলী আকবর, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শেখ শামীম, উপজেলা যুবদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ কাউসার মিয়া, ছাতিয়াইন ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক শাহ আলম, যুবদল নেতা এলিম, যুবদল নেতা মজনু সিদ্দীকি, যুবদল নেতা মিঠু যুবদল নেতা শাহ আলম সহ যুবদল নেতাকর্মী।
আরো উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল নেতা মোঃ সামসুদ্দিন (জনি), মোঃ মোজাম্মেল, মোঃ ফয়সাল, মোঃ জুয়েল, মোঃ হোসাইন আহমেদ সহ প্রমুখ ।