আব্দুর রাজ্জাক রাজুঃ চুনারুঘাটের বাল্লা সীমান্তে ২টি সিএনজি ভর্তি ভারতীয় চা পাতা আটক করেছে বিজিবি।
২৬ নভেম্বর বৃহস্পতিবার বিকালে উপজেলার আসামাপাড়া দুধপাতিল সড়কে অভিযান করে চা পাতাসহ ২ জন কে আটক করে বাল্লা বিজিবি।
এসময় আহম্মদাবাদ ইউনিয়নের কালামন্ডল গ্রামের মুক্তার মিয়ার ছেলে জুয়েল মিয়া (২৭) ও সুন্দরপুর গ্রামের নিরঞ্জন দেবনাথের ছেলে সুজিদ দেবনাথ (২৮) নামে দুজন কে সিএনজি ড্রাইভার কে আটক করে তারা।
বাল্লা বিজিবি’র সুবেদার মোঃ আইয়ূব আলী বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তারা প্রায় ৪৮০ কেজি ভারতীয় চা পাতা ও ২ টি সিএনজি ড্রাইভার সহ আটক করেন। তাদের অভিযান অব্যাহত থাকবে।