চুনারুঘাট প্রতিনিধিঃ চুনারুঘাটের চিমটিবিল সীমান্তের খাসপাড়ায় আঃ মোতালেব (১১২) নিজের গলা কেটে আত্মহত্যা করেছে। সে খাসপাড়া গ্রামের মৃত হুরমত আলীর পুত্র।
(১০ ডিসেম্বর)বৃহস্পতিবার সকালে ১০ টায় ঘটনাটি ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করে মৃত দেহের সুরতহাল তৈরি ও ময়না তদন্তের জন্য চুনারুঘাট -মাধবপুর সার্কেলের সিনিয়র এএসপি নাজিম উদ্দিন ও চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক দাম এসআই সম্রাট কে নির্দেশ দিয়েছেন।
আত্মহননকারী বৃদ্ধ আঃ মোতালেব এলাকার সবচেয়ে বয়স্ক লোক,নামাজি এবং সকলের পরিচিত ছিলেন। কি কারণে আত্মহত্যা করেন তা কেউ বলতে পারেনি।
নিহত ব্যাক্তির ছেলে আবুল হোসেন ও কাজল মিয়া জানান,বৃহস্পতিবার সকালে তারা কেউ বাড়িতে ছিলেন না, হঠাৎ তার ৯ বছরের মেয়ে মিম আক্তার ঘরে ঘো-ঘো শব্দ শুনে দেখে তার দাদা গালায় দা দিয়ে কেটে ফেলছেন। তখন সুর চিৎকার করলে আশ পার্শের লোকজন দৌড়ে এসে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। এরই মধ্যে তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সনজু চৌধুরী পুলিশ কে খবর দিলে ওসি তদন্ত চম্পক দাম ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়না তদন্তের জন্য পাঠান। এসময় পুলিশের সাথে ছিলেন,আহম্মদাবাদ আওয়ামীলীগ সভাপতি ও আমুরোড হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আলা উদ্দিন ও সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু।