এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় আলোর বাতিঘর খ্যাত পদক্ষেপ গণ পাঠাগারের এক যুগ পূর্তিতে সাইক্লিং ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকাল তিনটায় লংলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম রুবেল এর সভাপতিত্বে ও এস এম মিজান এর সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়।
জানা যায়, চুনারুঘাটে একদল মেধাবী শিক্ষার্থীরা ২০০৮ সালে সকলের ঘরে আলো ছড়ানোর লক্ষে পদক্ষেপ গণ পাঠাগার নামে এই মুক্ত পাঠশালা প্রতিষ্টা করে।উপজেলা চত্বরের ভিতরে আধা পাঁকা একটি ঘরে তাদের স্বপ্নের এই পদক্ষেপ গণ পাঠাগারের কার্যক্রম পরিচালনা করেন।দীর্ঘ এক যুগে চুনারুঘাটে শহরের পাশাপাশি গ্রামের শিক্ষার্থীদের উপস্থিতিতে আলোর বাতিঘর খ্যাত হিসাবে এই পদক্ষেপ গণ পাঠাগার জনপ্রিয়তা লাভ করে।
নেতৃত্বের ও সফলতা ব্যর্থতায় ইতিমধ্যে পাঠাগার চার প্রতিষ্টানের সনদ লাভ করেছে।আজ এই পাঠাগারের যুগ পূর্তিতে বিকালে সাইক্লিং র্যালী শহরের বিভিন্ন প্রদান সড়ক প্রদক্ষিন শেষ পাঠাগার মঞ্চে এ আলোচনা সভা আয়োজন করে।
এতে পাঠক ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এবং আগামী শুক্রবার দিনব্যাপী কর্মসূচি গ্রহন করে।
উল্লেখ্য,স্ব গৌরবে অধিষ্ঠিত এই পাঠাগারের বর্তমান সভাপতি বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোস্তফা মোর্শেদ। তিনি জানান,দেশব্যাপী মহামারী করোনাভাইরাসের কারনে আগামীকাল বিধি নিষেধ মেনে এই যুগ পূর্তি অনুষ্ঠানে পালন করা হবে।