নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১২ ডিসেম্বর)দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিনহাজুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান।
বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আম্বিয়া খাতুন, শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আজিজুল হাসান চৌধুরী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রমাপদ দে, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মাদ আলী, কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহাব উদ্দিন, ইসলামী একাডেমী এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ নুরুল হক, শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ,শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবিদুর রহমান,এস আই সনজিত দেবনাথ, সাংবাদিক শাহ হুমায়ুন কবীর, মঈনুল হাসান রতন প্রমুখ।
সভাটি পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার জগদীশ দাশ তালুকদার।আলোচনা সভা শেষে এ দিবস টি উপলক্ষে চিত্রাকংন ও উপস্থিত বক্তিতা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পূরষ্কার বিতরন করা হয়।