নিজস্ব প্রতিবেদক : শায়েস্তাগঞ্জে স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক না পরায় আট ব্যক্তিকে ৪ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ পৌর শহরের দাউদনগর বাজালে অভিযান চালিয়ে এসব জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম।
জানা যায়, দাউদনগর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সংক্রামণ ব্যাধি (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৪ (২) ধারা অনুযায়ী ৮টি মামলায় ৪ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া পথচারী, ব্যাবসায়ী, বিভিন্ন যানবাহনের চালকদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলা সম্পর্কে সচেতন করা হয়।
এসময় ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন শায়েস্তাগঞ্জ থানা পুলিশের একটি টিম।