আব্দুর রাজ্জাক রাজুঃ চুনারুঘাটের চিমটিবিল মীমান্তে ভারতীয় কসমেটিকস আটক করেছে বিজিবি।
(১৩ ডিসেম্বর) রাতে সীমান্তের ১৯৬৯/৮ এস পিলারের বাংলাদেশ অভ্যন্তরে নালুয়া চা বাগান এলাকা থেকে ভারতীয় সানসিল্ক শ্যাম্পু ও সিরাপের কয়েকটি বস্তা আটক করে।
চিমটিবিল বিজিবি’র ক্যাম্প কমান্ডার সুবেদার মোঃ আবু তাহের জানান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে,নালুয়া চা বাগান এলাকা দিয়ে ভারতীয় চোরাই মাল আসছে।এসময় তারা উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় কসমেটিকস গুলো জব্ধ করেন।