চুনারুঘাট প্রতিনিধিঃ মহান বিজয় দিবস ২০২০ উদযাপন উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে সাম্য,মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় মহান স্বাধীনতা যুদ্ধে জীবন উৎস্বর্গকারী সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করা হয়েছে।বুধবার(১৬ ডিসেম্বর)ভোরে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি আব্দুল হাই প্রিন্স,সেক্রেটারী শেখ মোঃ হারুনুর রশিদ,সাংগঠনিক সম্পাদক এফএম খন্দকার মায়া,নির্বাহী সদস্য তাজিবুল হাসান বিজয়,জুয়েল চৌধুরী প্রমূখ।
উল্লেখ্য,এর আগে স্বাধীনতাযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন চুনারুঘাট উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,উপজেলা পরিষদ,উপজেলা মুক্তিযুদ্ধা সংসদ,উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,কৃষকলীগ,পদক্ষেপ গণপাঠাগারসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।