হৃদয় এস এম শাহ্-আলম :মহান বিজয় দিবস উপলক্ষে করবো রক্ত দান বাচাবো আরেকটি প্রাণ এই স্লোগান সামনে রেখে সাদামন স্বেচ্ছায় রক্ত দান সংগঠনের বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ডায়বেটিস পরিক্ষা মাস্ক বিতরণ মা ও শিশু বিষয় এমবিএস ডাক্তার সেবা ফ্রী ভাবে সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শ্রী কাঞ্চন কুমার।ইউপি চেয়াম্যান সংগঠনের সভাপতি মোঃ অলি উল্লাহ্,সাধার সম্পাদক জুয়েল দাস,সাংগঠনিক সম্পাদক নন্দলাল মোদক,যুগ্ম সম্পাদক তারেক আহম্মেদ জাকারিয়া সহ সংগঠনের সকল সদস্য বৃন্দরা প্রমুখ।
সংগঠনের সভাপতি মোঃ অলি উল্লাহ্ জানান আমার সংগঠনের পক্ষ থেকে রক্ত দান সব সময় থাকবে এই সমস্ত সেবা মূলক কাজ সব সময় অব্যাহত থাকবে এই রকম সেবা মূলক স্লোগান এর মধ্য দিয়ে ব্লাড গ্রুপ নির্ণয় ডায়বেটিস পরিক্ষা মাস্ক বিতরণ কর্মসূচি সমাপ্ত ঘোষণা হয়।