সৈয়দ সালিক আহমেদ,হবিগঞ্জ :”মুজিববর্ষের আহবান, দক্ষ হয়ে বিদেশ যান” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে হবিগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস”২০ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
শুক্রবার (১৮ই ডিসেম্বর) হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক অভিবাসী দিবস”২০ উদযাপন উপলক্ষে পুরস্কার বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃন্দাবন কলেজের অধ্যক্ষ দেওয়ান জামাল উদ্দিন চৌধুরী।
এছাড়াও সভায় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রতিনিধি, জেলা প্রশাসনের সহকারী কমিশনারবৃন্দ, জেলা শিক্ষা অফিসার, বিভিন্ন এনজিও প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
আলোচনা সভা শেষে দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।