রুয়েল আহাম্মেদ রুবেল, মাধবপুর : মানবতার ফেরীওয়ালা স্বচ্ছতা গ্রুপের পক্ষ থেকে মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের হাবিবপুর গ্রামের অসহায় মোঃ রশিদ মিয়া কে আর্থিক অনুদান নগদ ২০’ হাজার টাকা প্রদান করা হয়।
মঙ্গলবার (২২’ডিসেম্বর) ১২টার দিখে উপজেলার মনতলা শাহজালাল সরকারী কলেজের হল রুমে কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ মহিউদ্দিন আহাম্মেদ এর সভাপতিত্বে স্বচ্ছতা গ্রুপের সদস্য সাংবাদিক হামিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্টান শুরু হয়।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনতলা সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ মোজাম্মেল হক, বিশেষ অতিথি কলেজের সহকারী অধ্যক্ষ অলক চক্রবর্তী, মুজিবুর রহমান, আব্দুস সামাদ সুমন, স্বচ্ছতার সদস্য মশিউর রহমান মামুন, যুবায়ের আহাম্মেদ স্বপন, শেখ ইমন আহাম্মেদ, বাদল মিয়া, মামুন, অর্জুন পাল, সামসুউদ্দিন, কাদির হোসেন জুয়েল সহ এলাকার আরো গন্য মান্য ব্যক্তিবর্গ।