নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বরমপুর বাজারে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২২ডিসেম্বর) সকাল ১১ টায় উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল।
এসময় সার্বিক সহযোগিতায় ছিল পল্লী বিদ্যুৎ, চুনারুঘাট, উপ-সহকারী প্রকৌশলী, চুনারুঘাট এবং চুনারুঘাট থানা পুলিশের একটি টিম।
জানা যায়, চুনারুঘাট উপজেলাধীন ৭ নং উবাহাটা ইউনিয়ন এর আওতাধীন বরমপুর বাজারে কিছু অসাধু ব্যক্তি অবৈধভাবে প্রায় ৩০ শতক সরকারি জায়গায় দখল করে গৃহ ও দোকান নির্মাণ করে। তাই সরকারি নির্দেশনা মোতাবেক প্রশাসন আজ এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করে।
এ সময় প্রশাসন থেকে কঠোরভাবে হুশিয়ার করে দেওয়া হয়। এবং এই অভিযান চলমান থাকবে বলে জানান।