নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের মাধবপুরে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথক অভিযান বিপুল পরিমাণ আতশবাজি ও গাঁজাসহ ২ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ভোর রাতে তেলিয়াপাড়া পুলিশ বিজিবি ক্যাম্পের হাবিলদার নুরুজ্জামানের নেতৃত্বে একদল বিজিবি সদস্য বনগাঁও এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ মাধবপুর উপজেলার এক্তারপুর গ্রামের সুরত আলীর ছেলে শাহজাহান মিয়া (৫৫) ও বনগাঁও গ্রামের আব্দুর শুক্কুর মিয়ার ছেলে হাসান মিয়া (৩২) কে আটক করে।
মঙ্গলবার ভোর রাতেই তেলিয়াপাড়া বিজিবি টহল দল বনগাঁও এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ আতশবাজি উদ্ধার।
এ গুলোর মধ্যে রয়েছে ফেন্সি চকলেট ২৫৮ প্যাকেট, মজনু ২৩৬ প্যাকেট, কালার কালেকশন ১৫ প্যাকেট, স্টার ফান্ডা ২০ প্যাকেট, কিং কোবরা ২ হাজার ৪৮০ প্যাকেট।হবিগঞ্জ ৫৫ বিজিবি’র অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল সামিউন্নবী চৌধুরী খবরের সত্যতা নিশ্চিত করেছেন।