সৈয়দ হাবিবুর রহমান ডিউক : দেশীয় পণ্যকে সারা বিশ্বে ছড়িয়ে দেয়ার জন্য কাজ করে যাচ্ছে বাংলাদেশী কোম্পানি ওয়ালটন গ্রুপ। ইতিমধ্যে, তাদের নিজস্ব মানসম্পন্ন পণ্য সুলভ লভ্যে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়ে ওয়ালটন একটি ব্রান্ড হিসেবেই সুপরিচিতি লাভ করেছে। নতুন বছরকে স্বাগত জানিয়ে ওয়ালটন প্লাজা অলিপুর ও নোয়াপাড়া শাখার উদ্দোগে ডিজিটাল ক্যাম্পেইন সিজন- ৯ এর আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে।
এ লক্ষ্যে শনিবার (২ জানুয়ারি) সকাল ১১ টায় সামাজিক দুরত্ব বজায় রেখে অলিপুর বাজারে র্যালী করা হয়েছে। অলিপুর ওয়ালটন প্লাজা থেকে শুরু হয়ে আনন্দ র্যালীটি পুরো বাজার প্রদক্ষিণ করে আবার ওয়ালটন প্লাজায় এসে শেষ হয়। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজা অলিপুর শাখার ম্যানেজার মোঃ শাহানুর রহমান, নোয়াপাড়া প্লাজার ম্যানেজার মোঃ আমিনুল ইসলাম, ক্রেডিট মনিটর মোঃ রিয়াদ আহমেদ সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দরা। পরে দুপুর ১২ টায় ওয়ালটন প্লাজা নোয়াপাড়া শাখা ও একটি আনন্দ র্যালী করেছে।
ব্যান্ড পার্টিদের ঢাকঢোলে মুখরিত র্যালীতে অসংখ্য সাধারণ মানুষ ও অংশগ্রহণ করে।
ওয়ালটন প্লাজা অলিপুর শাখার ম্যানেজার মোঃ শাহানুর রহমান জানান, নতুন বছর ২০২১ কে ওয়ালটন লক্ষ্য অর্জনের বছর হিসেবে ঘোষণা দিয়েছে। ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৯ এ ওয়ালটনের সকল পণ্য অনলাইনে রেজিষ্ট্রেশনের মাধ্যমে গাহক সেবাকে দ্রুত ও সহজলভ্য করার জন্য প্রতিবছরের ন্যায় এবার ও এ আয়োজন করেছে। তিনি সবাইকে দেশীয় পণ্য কিনে, ওয়ালটন গ্রুপে আস্থা রেখে দেশের অর্থনীতিকে এগিয়ে নেয়ার জন্য আহব্বান জানান।