মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে রাস্তা পারাপারের সময় গাড়ীর চাপায় অজ্ঞাত ব্যাক্তি (৪২) নিহত হয়েছে। রবিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা সিলেট মহাসড়ের হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘশাইল নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে।
জানাযায় রবিবার সন্ধ্যার দিকে মহাসড়ক পারাপার হওয়ার সময় দ্রুতগামী গাড়ির চাপায় গুরুতর আহত হন ওই অজ্ঞাত ব্যাক্তি। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার উপ পরিদর্শক ফজলে রাব্বি জানান,দ্রুতগামী কোন গাড়ির চাপায় তিনি মারা গেছেন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ খবর পেয়ে লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।
রির্পোটটি লেখা পর্যন্ত মরদেহের পরিচয় নিশ্চত করা যায়নি। তবে স্থানীয়রা বলছেন সে পাগল ছিল।প্রায়ই রাস্তা সহ বিভিন্ন স্থানে ঘুরা ফেরা করতে দেখা যেত।