মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর পৌরসভা নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের নিয়ে আচরণবিধি ও আইন শৃঙ্খলা বিষয়ক সভা করেছে উপজেলা নির্বাচন কমিশন।
রোববার(৩ জানুয়ারি) বিকেলে মাধবপুর উপজেলা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান, জেলা নির্বাচন কর্মকর্তা সাদেকুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মনিরুজ্জামান, পুলিশ পরিদর্শক তদন্ত আমিনুল ইসলাম। মেয়র প্রার্থী শ্রীধাম দাশগুপ্ত, বীর মুক্তিযোদ্ধা শাহ মোঃ মুসলিম, পংকজ কুমার সাহা এবং হাবিবুর রহমান মানিক।