রুয়েল আহাম্মেদ রুবেল, মাধবপুর : মাধবপুর উপজেলার মিরনগরে অবস্থিত টি এন্ড সি ব্রিক্সফিল্ডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (৪’জানুয়ারী) কৃষিজমি গর্ত করে মাটি কেটে ভাটায় দেওয়ার অপরাধে জরিমানা করা হয়। জরিমানা করেন মাধবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা তাশনূভা নাশতারান। তিনি বলেন কৃষি জমি গর্ত করে মাটি উত্তলন কারীদের কোনো ছাড় দেওয়া হবে না এবং এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনায় মাধবপুর থানা প্রশাসন সবার্ত্তক সহযোগীতা করেন।