মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার পৌরসভা নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের দায়ে আওয়ামীলীগের বিদ্রোহী মেয়র প্রার্থীসহ দুইজন কে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৫ জানুয়ারি) রাতে মাধবপুর পৌরএলাকার বিভিন্ন স্থানে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত ।
এ সময় নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘন করে রাস্তার পাশে দেওয়ালে পোস্টার লাগানোর অপরাধে আওয়ামীলীগের বিদ্রোহী মেয়র প্রার্থী এস এম মুসলিমকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও এক দোকান মালিককে ৫শ টাকা জরিমানা করা হয়।
এছাড়া মাধবপুর বাজারের ফুটপাত দখল করে জিনিসপত্র রাখায় সবাইকে সতর্ক করে ফুটপাত পরিস্কার করা হয়।
অভিযান পরিচালনা করেন হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থ।
ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায়ের বিষয়টির সত্যতা নিশ্চিত করেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাসনূভা নাশতারান।