সুব্রত দেব, (হবিগঞ্জ)মাধবপুর : মাধবপুর পৌরসভা নির্বাচন বেশ জমে উঠেছে।
মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের গণসংযোগ ও ব্যাপক প্রচার-প্রচারণা মুখরিত পৌর শহরের প্রতিটি বাজার -ঘাট,পাড়া-মহল্লায়। প্রার্থীরা বেশ আনন্দের সাথেই পৌরসভার ৯ টি ওয়ার্ডে প্রচার-প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছে।
চারদিকে ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
শুভাকাঙ্খাী কিংবা ভোটার চায়ের দোকানে বসে ইচ্ছেমমতো নির্ধারণ করছেন মেয়র ও কাউন্সিলর।
আসছে ১৬ ই জানুয়ারী নির্বাচনে মেয়র পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। গত ৩০ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা ভোটারদের কাছে ভোট চাওয়া নিয়ে ব্যস্ততম সময় পার করছেনন।সূর্য্য উদয় হতে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা যার যার কৌশলে চালিয়ে যাচ্ছে নির্বাচনী প্রচার-প্রচারণা। গোটা এলাকায় এখন চেয়ে গেছে নির্বাচনী সাদা-কালো পোষ্টার ও ব্যানারে। মেয়র,কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের প্রচার-প্রচারণায় জমজমাট পৌর এলাকা।
প্রার্থীরা ভোটারদের মন জয় করতে নানা প্রতিশ্রুতি নিয়ে ছুটে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে।সল্প সময়ের ব্যাবধানে প্রার্থীরা রাত দিন প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
মৌখিক,মাইকিং প্রচারণার গন্ডি পেরিয়ে সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ও ব্যাপক প্রচারণার চিত্র লক্ষ করা যাচ্ছে।বিগত দিনগুলোতে করে যাওয়া উন্নয়ের কর্মকান্ড গুলো তুলে ধরতে সরব ভূমিকা পালন করছেন।
এদিকে প্রার্থীদের পাশাপাশি ভোটকে কেন্দ্র করে ভোটারদের মধ্যেও বিরাজ করছে উৎসবের আমেজ।
ভোটকে কেন্দ্র করে ভিন্ন মাত্রা যোগ করেছে প্রার্থীদের বিভিন্ন আঙ্গিকের প্রচার-প্রচারণা।
বিভিন্ন রঙ-ঢঙ্গের গান শুনে আনন্দ পাচ্ছেন ভোটাররা। সব কিছু মিলিয়ে জমে উঠেছে মাধবপুর পৌরসভা নুর্বাচনের প্রচার-প্রচারণা। পৌরসভা ৯ টি ওয়ার্ডে ৪জন মেয়র,৪ জন কাউন্সিলর, ৩৭ জন মহিলা ৭ সংরক্ষিত কাউন্সিলর সহ মোট ৪৮ জন প্রার্থীর চূড়ান্ত ভোট যুদ্ধে নেমেছেন। ব্যালট পেপারে ভোট গ্রহন হবে এ নির্বাচনে।
মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী চার প্রার্থী হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শ্রীধাম দাশগুপ্ত (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব হাবিবুর রহমান মানিক (ধানের শীষ), আওয়ামী লীগের দু’বিদ্রোহী প্রার্থী মধ্যে শাহ্ মো: মুসলিম (জগ), ও পংকজ সাহা (নারিকেল গাছ)। এইবার মেয়র পদে তীব্র প্রতিদ্ধন্ধিতা হওয়ার আভাস পাওয়া যাচ্ছে। ভোটারদের সাথে আলাপ-আলোচনা করে জানা যায়,এবার মেয়র পদে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে।
আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বিদ্রোহী ২ প্রার্থীই শক্ত অবস্থানে রয়েছেন। নিজের অবস্থান থেকে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিএনপির প্রার্থী।এবার কে হতে পারেন পৌরসভার মেয়র তা নিয়ে চায়ের দোকান থেকে শুরু করে হাট-বাজার গুলোতে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড়। সচেতন ভোটাররা এবারের নির্বাচনে সৎ,যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করতে চান।
মাধবপুর পৌরসভার ৯ টি ওয়ার্ডের মোট ভোটার ১৫ হাজার ৯৮৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার৮ হাজার ১০৭ জন ও মহিলা ৭ হাজার ৮৮০ জন। ৯টি ওয়ার্ডের ৯ টি সেন্টারের ৪০ টি কক্ষে এবার ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।