বাহার উদ্দিন, লাখাই : মঙ্গলবার (২ ফেব্রুয়ারী) হবিগঞ্জের লাখাই উপজেলার রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা ব্রাক এবং বায়ার গ্রুপ সাইন্স লিমিটেড এর উদ্যোগে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আজহার মাহমুদ, বায়ার গ্রুপ সাইন্স এর টেরিটোরি ম্যানেজার মাহফুজুর রহমান(ভৈরব), করাব ইউপি চেয়ারম্যান ইন্জিনিয়ার আবদুল হাই কামাল, রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানোয়ার মোঃ রেজাউল করিম, ব্রাক এর জেলা প্রতিনিধি আতাউর রহমান প্রমুখ।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বায়ার গ্রুপ সাইন্স এর জেলা প্রতিনিধি কাওছার মিয়া। প্রশিক্ষণ কর্মশালায় সার্বিক সহযোগিতা করেন করাব ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত উপসহকারি কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম ও মুজিবুর রহমান। এতে ১৩৫জন কৃষাণ-কৃষাণী অংশ গ্রহন করেন।