মোঃ বাহার উদ্দিন,লাখাইঃ হবিগঞ্জে লাখাইয়ে হাওর অন্ঞ্চলের অবকাঠামো ও জীবনমান উন্নয়ন প্রকল্পের দিনব্যাপী ডিসিমিনেশন ওয়ার্কশপ অনুষ্টিত হয়।
সোমবার (৭ফেব্রুয়ারী) হিলিপ ওএল জি ই ডি এর আয়োজনে অনুষ্টিত ওয়ার্ক শপ উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহ আলম এর সভাপতিত্বে অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারন অফিসার আজহার মাহমুদ, মৎস্য অফিসার ইদ্রিস তালুকদার ।
অভয়াশ্রম তৈরী ও জলজ উদ্ভিদ রোপন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন কমিউনিটি রিসোর্স ম্যানেজমেন্ট স্প্যাশালিষ্ট শংকর চন্দ্র সূত্রধর, বিল খনন ওমাছের উৎপাদন নিয়ে আলোচনা করেন জেলাকমিউনিটি ম্যানেজমেন্ট কো অর্ডিনেটর জাহাদ হোসেন সিদ্দিকী, জেলা মনিটরিং অফিসার হিলিপ এর কর্মকান্ড নিয়ে আলোচন করেন।
ওয়ার্কশপে ২৫ জন প্রশিনার্থী অংশ নেন। প্রশিক্ষনার্থীরা মুক্ত আলোচনায় অংশ নিয়ে বলেন, লাখাইয়ে দেশী প্রজাতির প্রাকৃতিক মাছের গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে।মাছের উৎপাদনে লাখাই একটি উদ্বৃত্বের উপজেলা। বর্তমানে প্রতি বছর প্রায় ত৩০ হাজার মৎস্য উদ্বৃত্ব থাকে। কালের পরিক্রমায় সুতাং, সাকাতি, বেলেশ্বরী কানাই,বলভদ্র সহ অপরাপর নদ নদী, খাল বিল এ পলি জমে কোনটির নাব্যতা হ্রাস পেয়েছে আবার কোন কোনটি ভরাট হয়ে গেছে।
হিলিপের মাধ্যমে চলমান খনন কার্য অব্যাহত রাখার পাশাপাশি দেশি প্রজাতির মৎস্য সম্পদ এর উৎপাদন বৃদ্ধি এবং বিলুপ্ত প্রায় মৎস্য প্রজাতি রক্ষায় মৎস্য অভয়াশ্রম স্থাপন করার বিকল্প নেই।