স্টাফ রিপোর্টার: বিশ্বের সবছেয়ে বৃহৎ বেসরকারী সংস্থা ব্র্যাক হবিগঞ্জ সদর উপজেলায় তিনদিন ব্যাপি জনসচেতনতা মূলক প্রচারনা অভিযান শুরু করেছে। সোমবার থেকে সদর উপজেলার বিভিন্ন স্থানে করোনা, বাল্য বিয়ে ,নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের উপর এই প্রচারনা পরিচালনা করছে। বুধবার এই প্রচারনা ক্যাম্পেইন শেষ হবে।
ব্র্যাক এর কর্মকর্তা সোহেল রানা জানান, বর্তমান সময়ে করোনা ভাইরাস সমস্যা সমাধানে মাস্ক পরিধান করা, সামাজিক দূরত্ব মেনে চলা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি টিকা গ্রহনের জন্য সাধারন জনগনকে সচেতন করা হচ্ছে। এর বাহিরে বাল্য বিয়ে,নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে।