
আলমগীর কবির, মাধবপুর : হবিগঞ্জে মাধবপুর শুক্রবার বিকালে মাধবপুর থানা পুলিশ প্রশাসনের আয়োজনে থানা চত্বরে অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেনের বদলি জনিত বিদায় ও নবাগত অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাকের আগমন উপলক্ষ্যে বরণ অনুষ্ঠান নবাগত অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মাধবপুর সার্কেল নাজিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভুমি মোঃ মহিউদ্দিন, বিদায়ী অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন সহ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মেয়র হাবিবুর রহমান মানিক, ইউনিয়ন চেয়ারম্যানদের মধ্যে আপন মিয়া, ফারুক পাঠান,আরিফ আহমেদ, সাহাবুদ্দিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি রুকন উদ্দিন লস্কর ও সাধারণ সম্পাদক সাব্বির হাসান, ছাত্রলীগের সভাপতি আনু মোঃ সুমন, থানা অফিসারদের পক্ষে এসআই আমিনুল ইসলাম ও এএসআই এমরান হোসেন সহ প্রমুখ বক্তব্য রাখেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, এসআই রাব্বি।
পরে বিদায়ী অতিথি ও নবাগত অতিথিকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বিদায় ও বরণ সংবর্ধনা প্রদান করা হয়।