নিজস্ব প্রতিবেদক :শায়েস্তাগঞ্জে ৪ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
জানাযায় বুধবার সকাল সাড়ে ১০ টায় শায়েস্তাগঞ্জ পৌরসভার ড্রাইভার বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানার এসআই মোঃ মফিজুল হকের নেতৃত্বে এসআই মোঃ জসিম উদ্দিন, এএসআই বিধান রায়সহ একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চার কেজি গাঁজা ও এক মহিলাসহ ৩জন কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হল হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের জুয়ার লালচান্দ গ্রামের মরম আলীর ছেলে মোঃ জাহাঙ্গীর মিয়া (৩১), একই গ্রামের জাহাঙ্গীর মিয়ার স্ত্রী মোছাঃ রুজিনা আক্তার (২৪), একই ইউনিয়নের মহিমাউড়া গ্রামের মোঃ আলফু মিয়ার ছেলে মোঃ হিরা মিয়া (৩০)।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কে জেলহাজাতে পাঠানো হয়েছে।