নিজস্ব প্রতিবেদক, মাধবপুর :হবিগঞ্জের মাধবপুরের সুরমা চা বাগানে প্রধানমন্ত্রী ঘোষনায় জাতীয় সমাজ কল্যাণ পরিষদের অর্থায়নে চা শ্রমিকদের জীবন মান উন্নয়নে টেকশই আবাসন নির্মাণের আওতায় গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।সহকারি কমিশনার ভুমি মহি উদ্দিন শক্রবার সকালে গৃহনির্মাণ কাজের উদ্বোধন করেন।
এ সময় উপস্হিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাসুদুল ইসলাম,সমাজ সেবা কর্মকর্তা আলী আশরাফ সুরমা চা বাগান ব্যাবস্হাপক আবুল কাশেম , সহকারি ম্যানেজার জাকির হোসেন,মলয় রায়,অপু দত্র,সমীর, আওয়ামীলীগ নেতা, প্রদীপ গৌড়,লতিফ মেম্বার,এনাম মেম্বার,সাইমুন মেম্বার,অনি মুন্ডা।