আলমগীর কবির, মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জ মাধবপুর উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা এর সাথে ১০ মার্চ বেলা ৪ টায়, উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক সাব্বির হাসান, সাবেক সভাপতি রুকন উদ্দিন লস্কর, আলাউদ্দিন আল রনি, শংকর পাল সুমন, আইয়ুব খান, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান,অলিদ মিয়া, সিনিয়র সাংবাদিক সানাউল হক শামীম, কাওছার আহমেদ, আবুল হোসেন সবুজ, রাজীব দেব রায় রাজু, একরামুল হাসান লেবু, বিকাশ বির,বিল্লাল হোসেন খান সহ মাধবপুর উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা বলেন আমি জনগণের সেবক। জনগণের সেবা করতে চাই। আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি।এর আগে তিনি বিশ্বনাথ উপজেলা সহকারী কমিশনার ভুমি ছিলেন,ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং একসন্তানের জনক।