আকিকুর রহমান রুমনঃ-হবিগঞ্জের বানিয়াচংয়ে এক স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগে শিক্ষকসহ ২জনকে আটক করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে ১০মার্চ বুধবার রাত সাড়ে ১০টায় উপজেলার ১৫নং পৈলারকান্দী ইউপির ৪নং ওয়ার্ডের শ্রীমঙ্গলকান্দী গ্রামে।
এলাকাবাসী সূত্রে জানাযায়,ঐ গ্রামের দিনমজুর রমীজ আলীর ১৪ বছরের স্কুল পড়ুয়া কিশোরী কন্যা বাথরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়।
এসময় একই এলাকার রমজান আলীর পুত্র আয়ূব আলী(৩২)ও মৃত আজিদ মিয়ার পুত্র হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের ছাত্র সুহেল মিয়া(২২)মুখে চাপ দিয়ে জোরপূর্বক একটি হাওরের পরিত্যক্ত নির্জন জায়গায় নিয়ে যায়।
সেখানে তাড়া দু’জন মিলে কিশোরীকে ধর্ষন ও মারপিট করে পালিয়ে যায়।
পরে কিশোরীর শোর চিৎকারে পরিবারের লোকজন ও এলাকাবাসী গিয়ে উদ্ধার করেন এবং কিশোরীর কাছ থেকে সবাই ঘটনাটি শুনেন।
পরে পরিবারের লোকজন ও এলাকাবাসী ধর্ষনকারীদের খুঁজে বের হলে এক ধর্ষক আয়ূব আলীকে আটক করে থানা পুলিশকে অবগত করেন।
তাৎক্ষণিক বিথঙ্গল ফাঁড়ি ইনচার্জ জাকির হুসেনের নেতৃত্বে একদল পুলিশ জনতার হাতে আটক হওয়া ধর্ষককে ঘটনাস্থল থেকে গ্রেফতার করেন এবং ভিকটিমকে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যান।
এছাড়াও রাত ১টার দিকে অপর ধর্ষক সুহেলকে ও গ্রেফতার করা হয় বলেও জানাযায়।
এব্যাপারে ফাঁড়ি ইনচার্জ জাকির হুসেনের সাথে রাত ১টা ১১মিনিটে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সত্যতা নিশ্চিত করে জানান,এই মাত্র ফাঁড়িতে আসলাম অভিযুক্তদের নিয়ে এবং ভিকটিমকে নিয়ে।
এব্যাপারে আলাপ আলোচনা চলছে তবে এখনো কোন মামলা হয়নি।পরবর্তীতে এর আপডেট কি হয় তাও তিনি জানাবেন বলেন।
অন্য একটি সূত্রে জানাযায়,ধর্ষীতা স্কুল ছাত্রী বিথঙ্গল জেএড সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীতে লেখাপড়া করতো।
সুহেল ঐ ছাত্রীকে প্রাইভেট পড়াতো এই সুবাধে শিক্ষকের সাথে ছাত্রীর বিয়ে দেওয়ার বিষয়েও আলোচনা চলছে।
এদিকে সুহেল ধর্ষনের কথা স্বীকার করছে।