মোঃ বাহার উদ্দিন, লাখাই : হবিগঞ্জের লাখাইয়ে সুনামগঞ্জের শাল্লার নোয়াগাঁয়ে সনাতন ধর্মাবলম্বীদের বাড়ীতে হামলা,ভাংচুর, লুটপাটের প্রতিবাদে মানববন্ধন অনুষ্টিত।
শুক্রবার দুপুর ১১ ঘটিকায় উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত মানববন্ধন উপজেলা পরিষদের সামনে অনুষ্টিত হয়।
হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক দেবাশীষ আচার্য্য এর সভাপতিত্বে ও পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক আশিস দাস গুপ্তের সন্চালনায় অনুষ্টিত মানববন্ধনে বক্তব্য রাখেন পুজা উদযাপন পরিষদের সাবেক সাধারন সম্পাদক সম্পদ রায়,সাংবাদিক ফোরাম লাখাই কমিটির সভাপতি শুসীল চন্দ্র দাস,হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক বিধান সুত্রধর,পুজা উদযাপন কমিটির সাবেক সাধারন সম্পাদক প্রানেশ গোস্বামী, মিন্টু দাস,সুভাষ আচার্য্য, আশীষ রায়, সুসেন দাস,সমিরন শীল,সুজিত দেব,কানাই সুত্রধর প্রমুখ।
মানববন্ধনে বক্তাগন শাল্লার নোয়াগাঁয়ে সনাতন ধর্মাবলম্বীদের বাড়ী ঘরে বর্বরোচিত হামলা,লুটপাট ও নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।সেইসাথে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্ঠান্ত মূলক শাস্তির জোর দাবী জানানো হয়।