চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলার হিন্দু অধ্যুষিত গ্রামে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে হবিগঞ্জের চুনারুঘাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরের দিকে চুনারুঘাট পৌর শহরে উপজেলা পরিষদ গেইটের সামনে “বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ” উপজেলা শাখা ও পৌর শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণ করে বক্তব্য রাখেন, পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুধাংশু মোহন দেব, সাধারণ সম্পাদক প্রণয় পাল, পৌর শাখার সভাপতি রতীশ দেব, সাধারণ সম্পাদক মানবেন্দ্র দেব লিটন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিধান পাল, পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক মনি লাল নাথ প্রমূখ।
এ সময় বক্তারা দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।