মোঃ বাহার উদ্দিন, লাখাই : “মুজিব বর্ষের অঙ্গীকার, যক্ষা মুক্ত বাংলাদেশ গড়ার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে লাখাই উপজেলায় জাতীয় যক্ষা কুষ্ঠ কর্মসূচির আয়োজনে বিশ্ব যক্ষা দিবস-২০২১ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার (২৪ মার্চ) সকাল ১১ঘটিকায় লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা মোঃ আব্দুল কাদের এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান।
সভায় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার সৈয়দ আদনান আল আরেফিন, আবাসিক মেডিকেল অফিসার অপু কুমার সাহা প্রমুখ।
পূর্বাহ্নে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাঙ্গন থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
এতে স্বাস্থ্য কমপ্লেক্সেের সকল কর্মকর্তা-কর্মচারী ও চিকিৎসকগন এবং এনজিও সংস্থা সীমান্তিকের সংশ্লিষ্ট কর্মকর্তাগন সক্রিয়ভাবে অংশ নেন।